Back to News Feed
Politics

বিমান বিধ্বস্তের পর পরিস্থিতি সামলাতে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে

Posted by Mahmud Hasan 5 months ago

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের হতাহতের মর্মান্তিক ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সমন্বয়হীনতা ও ব্যর্থতার নজির স্থাপন করেছে বলে বিশ্লেষকেরা মনে করেন।

 

এই ঘটনায় সরকারের সক্ষমতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, একইসঙ্গে প্রশ্ন উঠেছে–– জনবহুল এলাকায় কেন যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ঘটনার দায় কার?

 

একসঙ্গে এত শিশুর মৃত্যু কমই দেখেছে বাংলাদেশ। গত সোমবার যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে স্কুলটিতে আছড়ে পড়লে শিশুদের র্মমান্তিক মৃত্যু ও হতাহতের ঘটনা দেশজুড়ে মানুষের মাঝে আবেগ সৃষ্টি করে।

 

কিন্তু পরবর্তী পরিস্থিতি সামলাতে সরকার যে সব পদক্ষেপ নেয়, প্রতিটি পদক্ষেপ নিয়েই প্রশ্ন ওঠে এবং নানা আলোচনার জন্ম দেয় বলে বিশ্লেষকেরা মনে করেন।

 

তারা বলছেন, এই ঘটনায় সরকারের সিদ্ধান্ত নিতে গড়িমসি, সমন্বয়ের ঘাটতি, দক্ষতার অভাব স্পষ্ট হয়েছে। বড় কোনো দুর্ঘটনা সামাল দিতে জাতীয় সক্ষমতা, ব্যবস্থাপনা কতটা ভঙ্গুর, তা আরেকবার প্রকাশ পেয়েছে।

21 views 3 comments

Comments (3)

Please login first to add comment.
Mahmud Hasan • 5 months ago

fdgfdg

Mahmud Hasan • 5 months ago

fdgfdg

Mahmud Hasan • 5 months ago

THis is comment