এআই দিয়ে রাজনৈতিক প্রচারণার ভিডিও বানাচ্ছে কারা, শঙ্কা কোথায়?
World leaders at the Global Climate Summit 2023 (Image 1 of 1)
ডেস্কের সামনে মাইক হাতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহরীন চৌধুরী, কিছুদিন আগে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।
আর তা শেয়ার করতে দেখা গেছে অনেককে, যাদের মধ্যে ছিলেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মতো ব্যক্তিও।
তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে পরবর্তী সময়ে তা সরিয়েও ফেলেন তিনি।
দেখতে ও শুনতে অনেকটাই বাস্তবের মতো হওয়ায় অনেকের জন্যেই এই ধরনের ভিডিওগুলো শনাক্ত করা কঠিন। আর সেই সুযোগটাই নিচ্ছে অনেকে, যাদের মধ্যে আছে রাজনৈতিক দলগুলোও।
নির্বাচনের সময় ঘোষণার আগেই নিজ দলের প্রচারণা এবং অন্য দল ও দলের নেতাদের হেয় করতে তৈরি করা হচ্ছে নানা ধরনের এআই ভিডিও। তারপর ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক মাধ্যমে।
